আজ ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আপডেট

<><><>ওয়েবসাইট আপডেটের কাজ চলমান <><><>** আগামী ০১/০৯/২০২৫ খ্রিঃ হইতে ১০ম শ্রেণির প্রাক্‌-নির্বাচনী পরীক্ষা শুরু হবে।

------------------------

সভাপতি
——— উচ্চ বিদ্যালয়
চাটখিল নোয়াখালী।

মানব জাতি জীবনের সূচনা লগ্ন থেকেই চারপাশের পরিবেশ ও বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিনিয়ত জ্ঞান ও কৌশল আয়ত্ব করে নিজেকে যোগ্য হিসেবে প্রতিষ্ঠিত করছে।তার ধারাবাহিকতার আধুনিক রূপ হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান,যেখানে শত – সহস্র বছরের সঞ্চিত জ্ঞান ও অভিজ্ঞতার বিনিময় হয়।যুগোপযোগী ও মানব কল্যাণে সমাজ সংস্কারক ব্যক্তিবর্গ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার ভূমিকায় উজ্জীবিত হয়ে উঠেন।তেমনি একজন শিক্ষানুরাগী,সমাজ সেবী ও দানবীর মহাপুরুষ মরহুম এম এ বারী ভবিষ্যত প্রজন্মের নারী সমাজকে দক্ষ,যোগ্য ও আদর্শিক সুনাগরিক রূপে গড়ে তোলার অভিপ্রায় নিয়ে এলাকাবাসীর সহযোগিতায় মনোমুগ্ধকর পরিবেশে 197৩ সালে প্রতিষ্ঠা করেন সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়।