- Home
- Headmaster Message
শিক্ষা মানুষের আত্নিক ও সামাজিক বিকাশের মূল চাবিকাঠি।এ উপলব্ধি থেকে নারী শিক্ষার উন্নয়নে নিরাপদ পরিবেশে ১৯৭৩ সালে ক্ষণজন্মা এক মহা পুরুষ,সমাজ সেবী মরহুম এম এ বারী এর হাত ধরে পথ চলা শুরু হয় সোমপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়।
আমরা বিশ্বাস করি – প্রতিটি শিশু স্বতন্ত্র প্রতিভা,যোগ্যতা ও সম্ভাবনা নিয়ে জন্মায়।সে বিশ্বাসকে পুঁজি করে পরিচালনা পরিষদের সর্বাত্নক সহায়তা,শিক্ষকদের নিরলস পরিশ্রম,শিক্ষার্থীদের চূড়ান্ত প্রচেষ্টা,অভিভাবক,সেচ্চাসেবী ও শিক্ষানুরাগী ব্যক্তি বর্গের ইতিবাচক দৃষ্টি ভঙ্গির সমন্বয়ে প্রতিষ্টানটি যেমনি হয়ে উঠেছে উপজেলার অন্যতম বিদ্যাপীঠ,তেমনি সহশিক্ষা ক্রমিক কার্যক্রমে ইউনিয়ন,উপজেলা,জেলা,বিভাগ পেরিয়ে জাতীয় পর্যায়ে সফলতার সাথে কৃতিত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।
শিক্ষার্থীগণ শিক্ষার ফলাফল এর পাশাপাশি কর্তব্য পরায়নতা,নৈতিকতা,মানবিতা,দেশ প্রেম ইত্যাদি নিজ জীবনে অনুশীলন করে আদর্শ নারী হিসেবে গড়ে উঠার প্রত্যয় ব্যক্ত করবে বলে প্রত্যশা করছি।
প্রতিষ্ঠানের সফলতা ও সমৃদ্ধিতে সকলের সহযোগিতা হাত প্রসারিত হবে মর্মে আশা ব্যক্ত করছি এবং সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।